পরাগ মাঝি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী হিলারি ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত গত ২৭ সেপ্টেম্বর সকাল সাতটায় (বাংলাদেশ সময়)। যদিও ওই বিতর্ক পরবর্তী জরিপগুলোতে দুই প্রার্থীর প্রতি জনসমর্থনে তেমন কোনো তারতম্য দেখা যায়নি। আজ সকাল ৮টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বিতর্ক। মিসৌরির সেন্ট লুইস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিতর্ক অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় বিতর্কের পূর্ব মুহূর্তে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প স্বাভাবিকভাবেই চাপে থাকবেন। কারণ, নারীদের নিয়ে ২০০৫ সালের একটি ভিডিওতে বিতর্কিত মন্তব্য করে তিনি নিজ দল এমনকি পরিবারের সদস্যদের কাছেও সমালোচিত হয়েছেন। অন্যদিকে, হিলারি তেমন কোনো উল্লেখযোগ্য সাড়া জাগাতে না পারলেও ট্রাম্পের বেহালদশায় তিনি কিছুটা ফুরফুরে মেজাজেই থাকবেন বলে অনুমান করা যাচ্ছে।
৯০ মিনিটের দ্বিতীয় বিতর্কে মডারেট হিসেবে থাকবেন সিএনএনর এন্ডারসন কুপার এবং এবিসির মার্থা রেডিজ। ধরেই নেওয়া হচ্ছে ট্রাম্পের ফাঁস হওয়া ভিডিও সূত্র ধরে হিলারির বাক্যবানে জর্জরিত হবেন তিনি। তবে, মেজাজ হারিয়ে হিলারির স্বামী বিল কিনটনের অতীত নিয়েও ট্রাম্প টানাটানি করতে পারেন বলে ধারণা করছেন অনেকে। যদি দ্বিতীয় বিতর্কে এ বিষয় নিয়ে ট্রাম্প কোনো কিছু বলবেন না বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন।