মবিনুর রহমান: সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত আছে। গতকাল সোমবার মুঠোফোনে জানতে চাইলে স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের কনসালটেন্ট এবং হাসপাতালটির অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর মির্জা নাজিম উদ্দীন এ তথ্য জানান।
তিনি জানান, খাদিজার গলায় অক্সিজেন নল স্থাপন করা হয়েছে যাকে বলা হয় প্যাসেকটমি। তার লাইফ সাপোর্ট নির্ভরতা কমছে। তাই এ ব্যবস্থার বদলে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে নতুন উদ্যোগ নিয়েছেন তারা।
পর্যায়ক্রমে নার্গিসকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার প্রথম ধাপ হিসেবেই এই উদ্যোগ বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, মুখ থেকে অক্সিজেন নল খুলে নার্গিসের গলার সঙ্গে সংযোগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আহত নার্গিস সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত সোমবার বিকালে নার্গিসকে ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম প্রকাশ্যে কুপিয়ে আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অবস্থার অবনতি হলে নার্গিসকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। অপারেশন শেষে তিনি এখন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)তে নিউরো সার্জন ডা. এ এম রেজাউস সাত্তার এর অধীনে চিকিৎসাধীন। সম্পাদনা: সুমন ইসলাম