নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে নতুন একটি লিফলেটে প্রায় আধাঘণ্টা আটকে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পরে লিফটের দরজা ভেঙে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন। সোমবার বিকালে নিজের দফতরের লিফটে এ দুর্ঘটনার শিকার হন মন্ত্রী। এ সময় তার সঙ্গে লিফটম্যানসহ মোট সাতজন আটকা পড়েছিলেন বলে জানান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খন্দকার আব্দুল জলিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে নিজের দফতর থেকে বের হয়ে লিফটে ওঠেন স্বাস্থ্যমন্ত্রী। চারতলা থেকে তিনতলা পর্যন্ত নামতেই লিফট আটকে যায়। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা চেষ্টা করেও মন্ত্রীকে বের করতে পারেননি। পরে সচিবালয়ে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন। তাদের সঙ্গে পরে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় থেকে আসা অন্যরাও যোগ দেন। প্রায় আধাঘণ্টা পর লিফটের দরজা ভেঙে মন্ত্রীসহ সবাইকে বের করা হয়। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক গোলযোগের জন্য লিফট আটকে গিয়েছিল।
কয়েক মাস আগে নতুন এ লিফট বসানো হয়। তবে কারা এর দায়িত্বে ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সম্পাদনা: সুমন ইসলাম