ডেস্ক রিপোর্ট: এস্তোনিয়াতে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কারস্টি কালজুলাইদ। তিনি গতকাল প্রথম অফিস করেছেন। গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে তিনি এস্তোনিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি ইউরোপীয় ইউনিয়নের বাজেট নিরীক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন।
তিনি ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত এস্তোনিয়ার সরকারি কর্মকর্তা হিসেবে বাজেট নিরীক্ষকের পদে নিয়োজিত ছিলেন। কালজুলাইদ ৮১ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। যদিও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য দুই-তৃতীয়াংশ বা ৬৪টি ভোট পেলেই যথেষ্ট। তিনি নিজেকে লিবারেল কনজারভেটিভ হিসেবে দাবি করেছেন। সম্পাদনা: সুমন ইসলাম