মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে
গত রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় বিতর্ক আয়োজনের আগেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমালোচিত হয়েছেন ‘ডিক্টেটর’ বা ‘স্বৈরশাসক’ শাসক হিসেবে, তিনিই ডেমোক্রেটিক হিলারি ক্লিনটনকে জেলে পাঠানোর হুমকি দিলেন। একই সঙ্গে অপছন্দের দৃষ্টিতে ভেনেজুয়েলা ও রাশিয়ার শাসকদের কাতারে ‘ভয়ঙ্কর’ ও ‘অনুপযুক্ত’ বিবেচিত ট্রাম্প
নভেম্বরে হোয়াইট হাউসে গেলে তাই-ই করবেন, তার ধারণা দিলেন।
ওই বিতর্কে ট্রাম্প বলেছেন, ‘যদি আমি নির্বাচিত হই, তা হলে আমি বিশেষ অভিশংসক নিয়োগে অ্যাটর্নি জেনারেলকে আদেশ দেব, যাতে আপনার (হিলারি) পরিস্থিতিটি দেখা হয়, কেননা এত মিথ্যা ও প্রতারণা আগে কখনো হয়নি’। বাস্তবে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিলারির এই ‘পরিস্থিতি’ বোঝাতে
ট্রাম্প ‘ব্যক্তিগত ইমেইল সার্ভার’ ব্যবহার করেছেন, যা ‘এফবিআই’ বা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত সাপেক্ষে মামলায় অসম্মতি জানিয়েছে।
ট্রাম্প ওই কথাটি বলেছেন, যখন হিলারি ট্রাম্পের মেজাজ প্রসঙ্গে ‘দুর্ভাগ্যক্রমে ভালো এ মানুষটি দেশটির দায়িত্বে নেই’, তখনই পাল্টা জবাব দিয়েছেন।
এ দুই প্রার্থী গত রোববার মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইয়ে অবস্থিত ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দ্বিতীয় বিতর্কে কোনো প্রকার সম্ভাষণ বা করমর্দন ছাড়াই পরস্পরের তীব্র মুখোমুখি হন।
ওই বিতর্কে সিএনএনের অ্যান্ডারসন কুপার একজন সঞ্চালক হিসেবে
ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘আপনি বড়াই করে বলেছেন, আপনি নারীকে যৌনপীড়ন করেছেন’। প্রত্যুত্তরে জঙ্গি আইএসআইএস প্রসঙ্গে যাওয়ার আগে ট্রাম্প বলেছেন, ‘আমি তা কখনই বলিনি’। ট্রাম্প আরও বলেছেন, ‘হ্যাঁ, আমি সে জন্য লজ্জিত। আমি তা ঘৃণা করি কিন্তু তা ছিল আবদ্ধ ঘরের কথা এবং সেটা তেমনি একটি কথা। আমি আইএসআইএসের উৎপাটন ঘটাব। আমরা আইএসআইএসের পতন ঘটাব; আমরা তার চেয়েও জরুরি কাজ সাধন করব’।
অ্যান্ডারসন কুপার তখন বললেন, ‘আপনি কী সে দায়িত্ব কখনো পালন করেছেন’। ট্রাম্পের প্রত্যুত্তর ছিল- ‘না, আমি তা করিনি’। গত শুক্রবার নারী সংক্রান্ত ‘এক্সেস হলিউড’ উপস্থাপক বিলি বুশের সঙ্গে ট্রাম্পের স্বগোক্তি ভিডিও টেপে শোনার পর থেকেই তার নিজস্ব দলের সব নারী সিনেটর এবং কংগ্রেসসহ অপরাপর ক্ষুব্ধ হন এবং সমর্থন প্রত্যাহার করে নেন। আবার অনেকেই তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াবার দাবি তোলেন। কিন্তু ট্রাম্প তা করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। সম্পাদনা: সুমন ইসলাম
ই-মেইল: [email protected]