রাশিদ রিয়াজ: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে দেশটিতে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ পাটনায়েক সাফ বলে দিয়েছেন, তার দেশ থেকে ছাত্র ও যেসব পর্যটক ব্রিটেনে আসতে চায় তাদের সহজে ভিসা দিতে হবে। এবং ব্রিটেন যে ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তা প্রত্যাহার করে নিতে হবে। শনিবার রাতে ভারতের সবচেয়ে সিনিয়র এই কূটনীতিক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ভারতে বাণিজ্য সুবিধা পেতে হলে এধরনের শর্ত জুড়ে দেন। এধরনের শর্ত এমন এক সময় দীনেশ পাটনায়েক জুড়ে দিলেন যখন পরদিনই থেরেসা মে ভারত সফর শুরু করছেন।
ডেইলি মেইল এ প্রতিবেদনে বলেছে, ২০১১ সালে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে ৩৯ হাজার ভারতীয় ছাত্র পড়তে গেলেও এখন এ সংখ্যা নেমে এসেছে কুড়ি হাজারে। থেরেসা মে যখন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন থেকেই ভারতের অভিবাসীদের ব্রিটেনে আসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়। আদতে তখন পাকিস্তানে সন্ত্রাসী কর্মকা- চলতে থাকায় অভিবাসী নেওয়ার ব্যাপারে সতর্কমূলক পদক্ষেপ নেয় ব্রিটেন।
এদিকে ভারতীয় আম আমদানিতে যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ব্রিটেন তা প্রত্যাহারের আহবান জানিয়ে দীনেশ পাটনায়েক স্পষ্টতই ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে বলেছেন, ব্রেক্সিট কার্যকর হলে ভারতীয়দের তার দেশের প্রয়োজন হবে। যদি ভিসা জটিলতা থাকে তাহলে ভারতীয়রা ব্রিটেনে আসতে চাইবে না। আর থেরেসা মে যে রোববার ভারত সফরে যাচ্ছেন এবং এসব শর্ত পূরণ না করলে তাকে দিল্লি সরকারের কাছ থেকে বাণিজ্য সুবিধা হারাতে হবে। সম্পাদনা: সুমন ইসলাম