আমিন ইকবাল : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নয়, হিলারি ক্লিনটন বিজয়ী হবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি। হিনা রব্বানি বলেন, ‘হিলারিকেই বেশি যোগ্য ও অভিজ্ঞ প্রার্থী মনে করা হচ্ছে। অন্যদিকে, রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার উগ্রবাদী চিন্তা ও ধর্মীয় সাম্প্রদায়িকতাÑ বিশেষ করে মুসলিম সমাজের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য নির্বাচনে হেরে যাবেন।’ রোববার পাকিস্তানে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খবর দৈনিক পাকিস্তান উর্দুর। সম্পাদনা: সুমন ইসলাম