রফিক আহমেদ: ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন করার জন্য খালেদা জিয়ার আহ্বানের সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেছেন, সেদিন দেশে কোনো বিপ্লব হয়নি। ১৯৭৫ সালের সেদিন মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে হত্যা করে তাদের লাশের উপর হেঁটে জেনারেল জিয়া ক্ষমতা গ্রহণ করেন। এ রকম একটি বেদনাবিধূর দিনে খালেদা জিয়া উৎসবের ডাক দিবেন, তা এদেশের জনগণ মেনে নেবে না।
গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বোমা মেরে মানুষ খুন করে। জনগণ তাদের ভয় পায়। সম্পাদনা: হাসিবুল ফারুক চৌধুরী