ফারুক আলম : আগামী ১৩ নভেম্বর জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম দেশে ফেরার কথা থাকলেও তিনি ফিরছেন না। দেশে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে তার। গত ২৮ অক্টোবর অসুস্থ স্ত্রী এবং মেয়ের সঙ্গে দেখা করতে ১৫ দিনের ছুটি নিয়ে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়েন সৈয়দ আশরাফ।
নাম প্রকাশ না কারর শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মন্ত্রী লন্ডনে গেলে একটু বেশি দিন অবস্থান করেন। আগামী ১৩ নভেম্বর সরকারি সিডিউল অনুযায়ী দেশে ফেরার কথা থাকলেও তিনি ওই সময়ে ফিরছেন না বলে নিশ্চিত। তবে কবে ফিরবেন এ বিষয়ে সঠিক তথ্য জানেন না ওই কর্মকর্তা।
এদিকে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ না থাকায় এখন গুরুত্বপূর্ণ ফাইল দেখছেন প্রধানমন্ত্রী। এছাড়াও কিছু ফাইল আছে যেগুলো প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিব দেখছেন। তবে তিনি কবে দেশে ফিরবেন এ বিষয়ে তেমন কোনো সঠিক তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে। সম্পাদনা: সুমন ইসলাম