মাহমুদুল আলম : ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে ৪০ শতাংশ আসন এবারও বিদ্যালয়সংলগ্ন এলাকার (ক্যাচমেন্ট এরিয়া) শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ রাখতে হবে। বাকি ৬০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০১৬-তে এই নিয়ম রেখে গতকাল তা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রায় সব নিয়মই আগের মতো রাখা হয়েছে নতুন নীতিমালায়। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে। নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করতে হবে জেএসসি-জেডিসির ফলের ভিত্তিতে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে ষষ্ঠ শ্রেণির মোট আসনের ১০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি উত্তীর্ণদের জন্য সংরক্ষিত রাখতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা পাওয়া না গেলে পুত্র-কন্যার সন্তানদের ভর্তির জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। এ ছাড়া ২ শতাংশ প্রতিবন্ধী কোটা রাখা হয়েছে।
এই কার্যক্রম করার জন্য ঢাকা মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক ভর্তি কমিটি থাকবে। এই কমিটিগুলো শিক্ষাবর্ষ শুরুর আগে যুক্তিসংগত সময়ের মধ্যে সভা করে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করবে। সম্পাদনা: আলাউদ্দিন