ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের খামারের আখ কাটা নিয়ে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে এক সাঁওতাল যুবক নিহত হয়েছেন।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ মৃত্যুর ব্যাপারে কোনো তথ্য না দিলেও দিনাজপুর কোতোয়ালি থানা ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত শ্যামল হেমভ্রম (৩৫) চাঁপাইনবাবগঞ্জের গোমেস্বরপুরের বাসিন্দা। দীর্ঘদিন থেকে তিনি সাহেবগঞ্জ এলাকায় বসবাস করে আসছিলেন।
রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে রোববার সকালে এ সংঘর্ষ হয়। আহত শ্যামলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ। সম্পাদনা: সুমন ইসলাম