ফয়সাল খান: মুদ্রাপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল ঢাকার ৩নং বিশেষ জজ আদালতের বিচারক আবু আহম্মেদ জমাদার এ পরোয়ানা জারি করেন। এ মামলায় গত ২১ জুলাই অর্থপাচার মামলার আপিলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদ-ের আদেশ দেন হাইকোর্ট। আটক অথবা আত্মসমর্পণের দিন থেকে তারেক রহমানের সাজা কার্যকর হবে বলে হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়।
একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদ-াদেশ আপিলে বহাল রাখেন আদালত। তবে তার জরিমানা ৪০ কোটি থেকে কমিয়ে ২০ কোটি টাকা করা হয়। বিচারিক আদালতের দ-াদেশের বিপক্ষে সাজা বাতিল করতে আপিল করেছিলেন গিয়াসউদ্দিন আল মামুন। ওইদিন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ওই সাজার রায় ঘোষণা করেন। সম্পাদনা: সুমন ইসলাম