• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

শেষ পাতা

জানুয়ারির মধ্যে প্রত্যেক ঘরের সামনে এলইডি লাইট জ্বলবে : সাঈদ খোকন

প্রকাশের সময় : November 10, 2016, 12:30 am

আপডেট সময় : November 10, 2016 at 12:30 am

 

saidফয়সাল খান: নির্বাচনের সময় দেওয়া প্রত্যেকটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালনের আশ্বাস দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। একইসঙ্গে আগামী জানুয়ারির মধ্যে প্রত্যেক ঘরের সামনে এলইডি লাইট জ্বলবে  বলে জানিয়েছেন তিনি। গতকাল বুধবার বিকালে নগরীর মাদারটেকের আব্দুল আজীজ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, ডিএসসিসির এক ইঞ্চি রাস্তাও নষ্ট থাকতে দেব না এবং রাস্তার সমস্যা থাকলে সঙ্গে সঙ্গেই মেয়রকে জানানোর অনুরোধ জানান তিনি। তিনি বলেন, অনেকগুলো সমস্যা আমি তাৎক্ষণিকভাবে সমাধান করতে পারি। আমার  চেষ্টার বিন্দুমাত্র ঘাটতি থাকে না। মাত্র ৪২ স্কয়ার কিলোমিটারের শহরে দেড় কোটি মানুষের বসবাস। এই ঘনবসতিপূর্ণ স্থানের মানুষকে  সেবা দিতে হয় আমাকে। আপনারা সবাই এক একজন মেয়রের দায়িত্ব নিয়ে কাজ করুন।

অনুষ্ঠানে মেয়র ও নাগরিকদের মাঝে প্রশ্নোত্তর পর্বে মাদারটেকের বাসিন্দা মুক্তিযোদ্ধা আলহাজ মোমিন আলী পানির প্রকট সমস্যার অভিযোগ করেন। তিনি বলেন, আমরা মাদারটেকবাসী গত এক থেকে দেড় বছর ধরে ওয়াসার পানি পাই না। ওয়াসার লাইন জ্যাম হয়ে গেছে। খুব আস্তে আস্তে পানি আসে। যেটুকু আসে তাও দুর্গন্ধে ভরা। পান করা যায় না। এ সমস্যার সমাধান করে দেন।

জবাবে মেয়র বলেন, ‘আগামীকাল সকালের মধ্যে ওয়াসা তা ঠিক করে দেবে। সমস্যার সমাধান হয়ে যাবে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধা হাজি মো. গোলাম হোসেন, ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, গোলাম আশরাফ তালুকদার, ফরিদ উদ্দিন আহমেদ রতন, অ্যাডভোকেট আব্দুল হামিদ, মাকসুদ হোসেন মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজি মো. গোলাম হোসেন বাসাবোর বৌদ্ধমন্দির থেকে শুরু করে বেগুনবাড়ি ফ্লাইওভার পর্যন্ত সড়কটি ৬০ ফুট করার জন্য দাবি জানিয়ে বলেন, অনেক সরকার আসে, আবার সরকার যায়। কিন্তু আমাদের এলাকার উন্নয়ন হয় না। সম্পাদনা: উম্মুল ওয়ারা সুইটি

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)