
এবারই পাঠ্য বইয়ে প্রথমবারের মতো থাকছে প্রধানমন্ত্রীর ছবি
দেলওয়ার হোসাইন: আগামী বছরের প্রথম দিন সরকার ক্ষুদে শিক্ষার্থীদের হাতে যে নতুন বই তুলে দেবে, তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বই বিতরণের একটি রঙিন ছবি থাকছে। এবিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের আলোকে গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনের পর পাঠ্য বইয়ে প্রধানমন্ত্রীর ছবি ছাপানো হয়েছে। প্রাথমিকের ১০ কোটি ৫১ লাখ ৩৬ হাজার পাঠ্য বইয়ের পেছনের প্রচ্ছদে প্রধানমন্ত্রীর বই বিতরণের ছবি ছাপানো হয়েছে বলে জানান তিনি।
এনসিটিবি চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদন করা একটি ছবি বইয়ের ব্যাক কভারে ছাপানো হয়েছে। সরকারিভাবে ছাপানো পাঠ্যবইয়ে এবারই প্রথম কোনো সরকার প্রধানের ছবি ছাপানো হল।
অধ্যাপক নারায়ণ বলেন, স্থায়ী কমিটির নির্দেশনা ছিল, এটাকে বাস্তবায়ন করা হয়েছে। প্রাথমিক স্তরের পাঠ্য বইয়ের প্রচ্ছদে প্রধানমন্ত্রীর বই বিতরণের ছবি অন্তর্ভুক্ত করতে গত ২৬ এপ্রিল সুপারিশ করে সংসদীয় কমিটি।
গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য আবুল কালাম বলেন, শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানকে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরতেই বইয়ের ব্যাক কভারে তার বই বিতরণের ছবি ছাপানো হয়েছে। কোন ছবি ব্যবহার করা হবে, তা প্রধানমন্ত্রী নিজেই ঠিক করে দিয়েছেন বলে জানান তিনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রধানমন্ত্রীর বই বিতরণের ছবি পাঠ্য বইয়ের প্রচ্ছদে ছাপতে সংসদীয় কমিটির সুপারিশ থাকলেও তাতে প্রধানমন্ত্রীর সম্মতি মিলেনি।
ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে কয়েকজনের সঙ্গে হাসিমুখে কথা বলছেন শেখ হাসিনা- এমন একটি ছবি বইয়ের ব্যাক কভারে ছাপানো হয়েছে। ছবির ঠিক নিচে রয়েছে- ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান। সম্পাদনা : উম্মুল ওয়ারা সুইটি
