শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার দেহের কি হয়েছিল?
ডেস্ক রিপোর্ট : অনেককে বলতে শুনি তার দেহ নাকি পাওয়াই যায়নি, সেটা নাকি দিব্যরূপে বৈকুণ্ঠে চলে গিয়েছিল! তবে বাস্তব হলো মহাভারতের মৌসলপর্বের সপ্তম অধ্যায়ে তার অন্ত্যেষ্টিক্রিয়ার কথা বর্ণনা করা আছে। অর্জুন যখন খবর পেলেন যে শ্রীকৃষ্ণ ও বলরাম মারা গেছেন তখন তিনি দ্রুত দ্বারকায় রওনা হলেন এবং পৌঁছে দেখলেন তাদের পিতা বসুদেব পুত্রশোকে কাতর এবং অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আছেন। সবাই দুঃখে বিলাপ করছেন, পরদিন বসুদেব মারা গেলেন, তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে অর্জুন গেলেন যাদবদের যুদ্ধক্ষেত্রে, সেখান থেকে খুঁজে বের করলেন বলরাম এর মৃতদেহ, বন থেকে বের করলেন কৃষ্ণ এর মৃতদেহ। এরপর সম্পন্ন করলেন তাদের দাহকর্য। আমি সরাসরি মহাভারত থেকে উদ্ধৃত করলামÑ
‘এইরূপে বসুদেবের ঔদ্ধর্বদেহিক কার্য্য সম্পাদন হইলে, পরমধার্মিক ধনঞ্জয় যে স্থলে বৃষ্ণিবংশীয়েরা বিনষ্ট হয়েছিলেন, সেই স্থানে সমুপস্থিত হইলেন। তখন সেই ব্রহ্মশাপগ্রস্ত মুসলনিহত বৃষ্ণিগণকে নিপতিত সন্দর্শন করিয়া তাহার দুঃখের আর পরিসীমা রইল না। তখন তিনি জ্যোষ্ঠতানুসারে তাহাদিগের সকলের উদকক্রিয়া সম্পাদন করিয়া অন্বেষণ দ্বারা বলদেব ও বাসুদেবের শরীরদ্বয় আহরণ পূর্ব্বক চিতানলে ভস্মসাৎ করিলেন।’ মৌসলপর্ব, অধ্যায়-৭