• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা • লিড ১

ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে ছিনতাই গুলিবিদ্ধ  মা ও মেয়ে

প্রকাশের সময় : February 6, 2017, 12:49 am

আপডেট সময় : February 6, 2017 at 12:49 am

 

সুজন কৈরী : গুলিবিদ্ধ শাহানা করিম ও তার মেয়ে নাতিকা করিম এ্যাপোলো হাসপাতালে ভর্তি। ডাক্তার বলেছেন, গুলিটি শরীর থেকে বের হয়ে যাওয়ায় তারা শংকামুক্ত। তবে আঘাতটি গুরুতর।  অল্পের জন্য মৃত্যুর হাত থেকে তারা রক্ষা পেয়েছেন।  গতকাল রাজধানীর উত্তরায় মা ও মেয়েকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়েছে একটি ছিনতাইকারী দল। প্রকাশ্যে রাস্তায় গাড়ি থামিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ছিনাতাই করে নিয়ে যায় তারা।

স্থানীয় লোকজন জানায়, বেলা সোয়া ১২টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের জসীমউদ্দীন রোডের যমুনা ব্যাংকের সামনে  ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা  ছিল ৪ জন। তারা দুটি মোটর সাইকেলে  এসে গুলিকরে ছিনতাই করে।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান,  ছিনতাইকারীর গুলিতে আহত শাহানা করিম (৫০) ও তার মেয়ে নাতিকা রেজওয়ানা করিম (২৮) ব্যাংক থেকে টাকা তোলে তপ্রাইভেটকারে করে বাসার দিকে যাচ্ছিলেন।  তারা ব্যাংক থেকে  ৫ লাখ ১৭ হাজার টাকা উত্তোলন করেন। এছাড়া তাদের কাছে আরো একলাখ টাকার বেশি নগদ ছিল। সব মিলিয়ে প্রায় সাড়ে ৬লাখ টাকা ছিনতাই হয়েছে। তিনি জানান, ব্যাংক থেকে কিছুদুর আসার পর  ছিনাতইকারীরা তাদের গাড়ির সামনে মোটর সাইকেল এনে গাড়ি থামায়।  পরপরই গাড়িতে বসা মা ও মেয়েকে লক্ষ্য করে গুলি ছুড়ে।  গুলিটি মায়ের হাতে লেগে মেয়ের উরুতে বিদ্ধ হয়।  তারা মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা টাকার ব্যগটি ছিনিয়ে পালিয়ে যায়। পুলিশ স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে গুলিবিদ্ধ মা ও মেয়েকে তাদের ইচ্ছা অনুযায়ি এ্যাপোলো হাসপাতালে ভর্তি করে। আহতদের  অস্ত্রোপচার হয়েছে।

বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জনিয়েছেন।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের পরিবারের পক্ষথেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। জানা গেছে, শাহানার স্বামী রেজাউল করিম। তিনি গাড়ী ব্যবসায়ী। উত্তরার ১২ নম্বর সেক্টরে তাদের বাসা। এছাড়া তাদের মেয়ে নাতিকা গৃহবধূ। তবে নাতিকার স্বামীর নাম পরিচয় জানা যায়নি। নাতিকা তার বাবা-মা’র সঙ্গে থাকেন। তার একটি ছেলে সন্তান রয়েছে।   সম্পাদনা: বিশ্বজিৎ দত্ত

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)