
মার্চের উপজেলা নির্বাচন নতুন ইসির প্রথম চ্যালেঞ্জ
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা প্রয়োজন তাই করা হবে : সিইসি
ইসির নিরপেক্ষতা নিয়ে বিতর্কের অবসানের এই বড় সুযোগ : বিশিষ্টজন
উম্মুল ওয়ারা সুইটি: আগামী ১৫ ফেব্রুয়ারি শপথ নিতে যাচ্ছে নতুন নির্বাচন কমিশন। দায়িত্ব নেওয়ার পরই নতুন নির্বাচন কমিশনের সামনে প্রথম চ্যালেঞ্জ মার্চে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচন ও গাইবান্ধা সুন্দরগঞ্জের উপ-নির্বাচন। এই নির্বাচনকে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনাররাও চ্যালেঞ্জ হিসেবে নিতে চান। আর বিশিষ্টজনদেরও কথা, মার্চে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচন নতুন ইসির জন্য প্রথম পরীক্ষা।
বিশিষ্টজনদের বক্তব্য, বিএনপিসহ ২০ দলীয় জোট নতুন ইসির প্রধান নির্বাচন কমিশনসহ ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ইতোমধ্যে। এখন নতুন ইসির সুযোগ আসছে, নিজেদের নিরপেক্ষতা প্রমাণের। তারা বলছেন, শুধু বিএনপিই নয়Ñ ইসি নিয়ে জনগণের মধ্যেও দোলাচল রয়েছে। উপজেলা নির্বাচনে সবাই দেখবে নতুন ইসি কতটা সুষ্ঠু ও নিরপেক্ষতা বজায় রাখতে পারে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এ প্রসঙ্গে বলেন, যে যাই বলুকÑ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার আমি তাই করব। তিনি বলেন, বিএনপি বা কোনো রাজনৈতিক দল আমার নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন তুলছে সে বিষয়ে আমার কিছু বলার নেই। তবে আমি সবাইকে বলতে চাই, বিগত সময়েও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছি। এখনো তাই করব। আমার প্রধান কাজ হলোÑ জনগণের ভোটাকাধিকার প্রয়োগে সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিত করা।
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম বলেন, বিগত সময়ে দায়িত্ব পালন করেছি নিষ্ঠার সঙ্গে। এবারও তাই করব। উপজেলা নির্বাচনসহ সব নির্বাচনই নিরপেক্ষ হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই ইসির সামনে একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন (ইসি) নিয়ে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল কে কি বলল সেটি ভিন্ন কথা। যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন তাই এটি গ্রহণযোগ্য হওয়া উচিত। এ নিয়ে ভিন্নমত থাকার কোনো কারণ নেই। আর আসছে উপজেলা নির্বাচনটা নতুন ইসির জন্য একটা বড় চ্যালেঞ্জ। এর মধ্য দিয়ে তারা জনগণের আস্থার আক্ষরিক প্রমাণ দিতে পারবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, মার্চের উপজেলা নির্বাচন নতুন ইসির জন্য একটি বড় ধরনের সুযোগ। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে তারা নিজেদের নিরপেক্ষতা, সততা ও আন্তরিকতার স্বাক্ষর রাখতে পারেন। তিনি বলেন, ইসি গঠনের এক মাসের মধ্যে এই নির্বাচনে ইসি বিতর্ক মুক্ত হতে পারবে।
সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন বলেন, ইতোমধ্যে ইসি নিয়ে যে বিতর্ক হয়েছে, এই নির্বাচন যদি মানুষের আকাক্সক্ষা পূরণ করতে পারে তবে ইসির জন্য এটি অনেকটাই মঙ্গল। তাই প্রধান নির্বাচন কমিশনারসহ ইসিকে উপজেলা নির্বাচন সতর্কতা ও নিরপেক্ষতার সঙ্গে করতে হবে।
ইসি সূত্র জানিয়েছে, আগামী ৬ মার্চ দেশের ১৪ জেলার ১৮টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ২২ মার্চ অনুষ্ঠিত হবে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচন। গত ১ ফেব্রুয়ারি এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। উপজেলা পরিষদে এবারই প্রথম দলীয় প্রতীকে হচ্ছে।
এদিকে গত ৬ ফেব্রুয়ারি সার্চ কমিটির সুপারিশের পর রাষ্ট্রতি আবদুল হামিদ কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যে নতুন নির্বাচন কমিশন গঠন করেন। নতুন নির্বাচন কমিশন গঠনের করার পর থেকেই এই কমিশনের বিষয়ে বিএনপি আপত্তি তুলেছে। সম্পাদনা: এনামুল হক
