া প্রসনঞ্জিৎ ভক্ত
বিস্তৃত কালো চুল :তিনি মুক্তকেশী। মুক্তকেশ চিরবৈরাগ্যের প্রতীক। জ্ঞান অসির আঘাতে অক্টপাশ ছেদনকারী মা চির বৈরাগ্যময়ী। তাই তার বিস্তৃত কালো চুল।
ত্রিনয়ন: তিনটি চোখে তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতকে প্রত্যক্ষ করেন। কারণ, এই শক্তিই সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কর্তা। সত্য, শিব ও সুন্দরের দর্শন হয় এই চোখের দ্বারা।
জিহ্বা ও দাঁত: রক্তবর্ণের জিহবাকে সাদা দাঁত দিয়ে কামড়ে রেখেছেন তিনি। লাল রং রজোগুণের প্রতীক, সাদা রং সত্ত্বগুণের প্রতীক। সাদা দাঁত দিয়ে লাল জিহবাকে চেপে রাখা। এতে বলেছেন, সত্ত্বগুণর দ্বারা রজোগুণকে দমন করো। রজোগুণ ভোগের গুন, ঈশ্বর বিমুখ করে। রজোগুণ দমনের জন্য এই প্রতীক। অনেক সময় আমরা কোন অন্যায় বা মিথ্যাচার করলে জিহবার কামড় দিই ুুুুুুঅর্থাৎ অন্যায় করার স্বীকৃতি।
মুন্ডমালা: গলায় পঞ্চাশটি মুন্ড দিয়ে মালা পরানো আছে। পঞ্চাশটি মুন্ড পঞ্চাশটি অক্ষরের প্রতীক। শব্দ বা অক্ষর ব্রহ্ম তার ক্ষয় নেই।এর অবস্থান মস্তকে,তাই শব্দ বা অক্ষরের প্রতীক মুন্ড তার গলায়।
কোমরে কর্তিত হাতের মেখলা: হাত কর্মের প্রতীক। তোমার সকল কর্মের ফলদাতা আমি,এটা বোঝানোর জন্য কোমরে কর্তিত হাতের মেখলা।
মাতা কালীর দিগম্বরী তাৎপর্য: দেবীর চাইতে বড় তো কিছুই নেই। তাই তিনি কি পরিধান করবেন? বিশ্বব্যাপী শক্তির অবস্থান। শক্তিকে আবরিত করা যায় না। তিনি স্বয়ং প্রকাশ। তাই উলঙ্গ।
দেবী কালীর কালো বর্ণের তাৎপর্য: কালো রং সকল বর্ণের অনুপস্থিত। দেবী বর্ণাতীতা। তাই কালো।
পদতলে শিব: কালী শবরূপী শিবের বুকে দ-ায়মানা। শিব স্থির, কালী গতিময়ী। গতি ঠিক রাখতে হলে স্থিরের উপর তার প্রতিষ্ঠা প্রয়োজন।