া বিল্পব হালদার
সংহারের দেবতা শিব। রেগে গেলেই তিনি ধারণ করেন রুদ্রমূর্তি। প্রায় প্রত্যেকেই ভক্তিভরে বাড়িতে শিবলিঙ্গ রাখেন। কিন্তু বাড়িতে শিবলিঙ্গ রাখলে অবলম্বন করতে হবে কিছু সাবধানতা : ১. বাড়ির এমন কোনো জায়গায় শিবলিঙ্গ রাখবেন না, যেখানে আপনি রোজ তার পূজো করতে পারবেন না। মাথায় রাখবেন, যাতে রোজ শিবলিঙ্গ পূজিত হন। ২. হলুদ মহিলোাদের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। কিন্তু কখনই এই হলুদ শিবকে দেবেন না কারণ শিব হলো পৌরুষের প্রতীক।
৩. স্বামীর আয়ু বাড়াতে মহিলোারা সিঁদুর পরেন। শিব যেহেতু ধ্বংসের দেবতা, তাই ভুলেও শিবকে সিঁদুর দেবেন না। ৪. বাড়ির শিবলিঙ্গের অবস্থান যদি বদলান, তাহলে আগে তাকে ঠা-া দুধ ও গঙ্গাজল দিয়ে ধুয়ে নেবেন। ৫. প্যাকেটের দুধকে আগে একটি শুদ্ধ পাত্রে ঢালুন। তার পর সেই দুধ ঠা-া হলেই শিবলিঙ্গে ঢালুন। ৬. মাথায় রাখবেন শিবলিঙ্গটি যেন সোনা, রূপো বা অন্য ভাল ধাতু বা পাথর দিয়ে তৈরি হয়। অবশ্যই যেন শিবলিঙ্গের সঙ্গে সাপ থাকে। ৭. শিবলিঙ্গের পাশে গণেশ ও পার্বতীর মূর্তি রাখার চেষ্টা করুন। ৮. শিবলিঙ্গে কখনই তুলসী পাতা দেবেন না। ৯. প্রতিদিন স্নান করে উঠে শিবলিঙ্গে চন্দনের টিকা লাগান। এতে শিবলিঙ্গ বহুক্ষণ ঠা-া থাকে। ১০. গোটা নারকেল দিতে পারেন। কিন্তু নারকেলের জল দেবেন না। ১১. বেল আসলে আয়ুর প্রতীক। তাই প্রতিদিন একটি করে বেল দিন শিবকে। ১২. শিবকে কখনই রঙিন ফুল দেবেন না। শিব সবসময়েই সাদা ফুল পছন্দ করেন।