• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • অন্যান্য সংবাদ
    • অফবিট
    • নগর সংস্করণ
    • মিনি কলাম
    • খ্রিস্টীয় দর্পণ
    • প্রবারণা পূর্ণিমা

অফবিট

তিন গণতন্ত্রপন্থীর মুক্তির দাবিতে উত্তাল হংকং

প্রকাশের সময় : August 22, 2017, 12:52 am

আপডেট সময় : August 22, 2017 at 12:52 am

ইমরুল শাহেদ : আমব্রেলা মুভমেন্টের সঙ্গে জড়িত থাকা গণতন্ত্রকামী তিন তরুণ প্রতিবাদীর মুক্তি চেয়ে রোববার বিক্ষোভ প্রতিবাদে হংকং এর পথে নামেন কয়েক হাজার মানুষ। এসময় বিচারকদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। মধ্যপ্রাচ্যের বার্তা সংস্থা আল-জাজিরা জানিয়েছে, বিক্ষোভকারীরা ওয়াং চাই জেলা থেকে ফাইনাল আপীল আদালত পর্যন্ত যান।

হংকং বর্তমানে চীনের অধীনে আছে। আল-জাজিরা জানিয়েছে,

বৃহস্পতিবার জশুয়া উয়ং (২০), নাথান ল (২৪) ও অ্যালেক্স চৌকে (২৭) ছয় থেকে আট মাসের কারাদÐ দেওয়া হয়। গণতন্ত্রের দাবিতে ২০১৪ সালে হংকংয়ে যে রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারা। হংকং সরকার এখন মনে করছে, এইভাবে বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়া হলে বার বার শহরে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করবেন তারা। রয়টার্স জানিয়েছে, রায় দিতে গিয়ে আদালত বলেন, নিজেদের আদর্শের জন্য এভাবে আইন ভাঙার এক ‘অস্বাস্থ্যকর ধারা’ তৈরি হচ্ছে। বিক্ষোভের সময়, মিছিলকারীদের হাতে বিভিন্ন সেøাগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার ছিল। বিক্ষোভে প্রায় ২৩ হাজার মানুষ অংশ নিয়েছিলেন বলে ধারণা হংকং পুলিশের। সূত্র : রয়টার্স, আল-জাজিরা

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

news@amaderOrthoneeti.com

ENA SHAKUR'S EMARAT 19/3 Bir Uttam Qazi Nuruzzaman Sarak. West Panthapath (Beside Square Hospital)Dhaka.