খ্রিস্টীয় দর্পণ ডেস্ক
৮ সেপ্টেম্বর ভারতের ঝারখন্ডের রাঞ্চিতে কার্ডিনাল টেলিসফোর টপ্যর কুশপুত্তলিকা এবং কাঠের ক্রুশ আগুনে পোড়ায় ভারতের হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন। তারা অভিযোগ করে, খ্রিস্টানদের কয়েকটি বইয়ে হিন্দু এবং আদিবাসী ধর্মকে অপমান করা হয়েছে। তাই ক্ষোভে তারা কার্ডিনাল টেলিসফোর কুশপুত্তলিকা এবং ক্রুশ আগুনে পুড়িয়ে এই প্রতিবাদ করেছে। এদিকে ভারতের ক্যাথলিক বিশপ সম্মিলনী এক খোলা চিঠিতে তাদের এই অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকট লেখা খোলা চিঠিতে ভারতের ক্যাথলিক বিশপদের পক্ষে জানিয়েছেন, খ্রিস্টানরা সংখ্যালঘু হওয়ায় তাদেরকে চাপে রাখতে উগ্রসংগঠন এটা করছে। সরকারের নিকট বিশপগণ আহ্বান জানান, দ্রুত যেন খ্রিস্টানদের বিরুদ্ধে এই ধরনের ঘৃণা প্রচার করা থেকে বিরত রাখা হয়। বিশপগণ উল্লেখ করেন, আদিবাসীদের ভূমি অধিকার নিয়ে খ্রিস্টানরা কাজ করার জন্য পরিকল্পিতভাবে খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণা প্রচার করা হচ্ছে।