খ্রিস্টীয় দর্পণ ডেস্ক
ইস্রায়েলীয়রা মিসর দেশ থেকে বের হয়ে এসেছে। তারা আর পরাধীন নয়। তারা এখন স্বাধীন! মোশি ও হারোণের বোন মরিয়ম তাম্বুরা হাতে নিয়ে অন্যান্য মহিলাদের নিয়ে এই কথা বলে আনন্দে গান গাইতে ও নাচতে লাগলেন:
‘সদাপ্রভুর উদ্দেশে গান কর, কারণ তিনি গৌরবের বিজয় লাভ করেছেন; তিনি ঘোড়া আর ঘোড়সওয়ারের দলগুলোকে সাগরের জলে ফেলে দিলেন।’ কিন্তু খুব বেশী দিন যায় নি, তারা মিসরের সেই নিষ্ঠুর দাসত্বের দিনগুলোর কথা ভুলে গেল; মিসরের দাস-পরিচালকের চাবুকের আঘাতের কথা আর মনে রইল না। তাদের শুধু মনে হতে লাগল মিসরে তারা কত খাবার খেয়েছে। আহ্! সেই কত মাছ! রসালো কত ফল! কত রসুন-পেঁয়াজ-শশা তারা সেখানে খেয়েছে! আর এখানে, এই মরুভূমিতে তাদের কি খাবার আছে?
তারা ভেতরে ভেতরে রাগে ফুঁসতে লাগল; মোশি ও হারোণের বিরুদ্ধে কথা বলতে শুরু করল। তারা বলতে লাগল, ‘এই মরুভূমিতে না খেয়ে মরার চেয়ে মিসরে মরাই আমাদের পক্ষে ভাল ছিল।’
ঈশ্বর তাদের রাগের কথা শুনতে পেয়ে মোশির সঙ্গে কথা বললেন। ‘তুমি লোকদের বল, তাদের যা যা দরকার আমি তাদের তা সবই দেব। আমি তাদের জীবন রক্ষা করেছি। আমি তাদের খাবার দেব। আজ রাতে তাদের আমি মাংস দেব আর আগামীকাল সকালে দেব এক নতুন রুটি। এখন থেকে প্রতিদিন সকালে তারা সেই রুটি পাবে আর শুক্রবার আমি প্রতিদিনের চেয়ে দুইগুণ বেশী রুটি দেব যেন তাদের শনিবার কোন কাজ করতে না হয়, কারণ শনিবার হল আমার উদ্দেশ্যে পবিত্র বিশ্রাম দিন।’ ঈশ্বর যা বলেছেন মোশি তাদের সবই বললেন। তিনি বললেন যে, বিকালে ভারুই পাখির এক বড় ঝাঁক তাদের তাঁবুর চারপাশে এসে পড়বে। এতে লোকেরা পেট ভরে মাংস খেতে পারবে। পরের দিন সকালের রোদে যখন শিশির শুকিয়ে গেল তখন তারা ঈশ্বরের কথামতই তাঁবুর চারপাশে এক বিশেষ রুটি দেখতে পেল। রুটিগুলো দেখতে জমে থাকা সাদা বরফের মত। তাই লোকেরা রুটিগুলো গলে যাবার আগেই তাড়াতাড়ি কুড়িয়ে নিল। তারা এগুলোকে বলত ‘মান্না’ এগুলোর স্বাদ ছিল মধু দেওয়া পিঠার মত। তারা যতদিন মরুভূমিতে ছিল প্রতিদিন ঈশ্বর তাদের খাবার জন্য মান্না দিতেন। তাদের আর খিদেয় কষ্ট পেতে হয়নি। কিন্তু সেখানে অন্যান্য সমস্যাও ছিল। সূর্যের ফলে মরুভূমিতে গরম ছিল খুব বেশী আর জল ছিল খুবই কম। তাই লোকেরা আবারও রাগে গজ্গজ্ করতে লাগল। ‘মোশি আমাদের জল দিন। আপনি কি পিপাসায় মারা যাবার জন্য আমাদের এখানে নিয়ে এসেছেন?’ আবারও মোশি ঈশ্বরের কাছে খাবার জলের জন্য কান্নাকাটি করতে লাগলেন। ঈশ্বর বললেন, ‘তুমি তোমার শক্ত লাঠিটা হাতে নাও এবং পাথরে তা দিয়ে আঘাত কর। এতে তুমি প্রত্যেকের জন্য যথেষ্ট জল পাবে। যত খুশি তারা পান করতে পারবে।’ ঈশ্বর যেমন বললেন মোশি তেমনই করলেন। পাথর থেকে জল বের হতে লাগল। ঈশ্বরকে পরীক্ষা করা আমাদের উচিৎ হয়নি। কারণ তিনি তাদের জন্য সবকিছুই করেছেন। চল্লিশ বছর ধরে মরুভূমিতে ঈশ্বর তাঁর লোকদের যতœ নিলেন- তাদের দেখাশুনা করলেন। তাদের শিক্ষা দেবার জন্য দিনের পর দিন তাদের খাবার ও জল দিলেন যেন তারা ঈশ্বরের উপর নির্ভর করে ও তাঁর উপর বিশ্বাস রাখে।যাত্রাপুস্তক ১৬-১৭; গননা পুস্তক ১১, ২০