এলড্রিক বিশ্বাস
পুণ্যপিতা পোপ ফ্রান্সিস এর বাংলাদেশে রাষ্ট্রীয় ও পালকীয় সফর উপলক্ষে ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় মোহাম্মদপুরস্থ বাংলাদেশ ক্যাথলিক বিশপস্ কনফারেন্স (সিবিসিবি) সেন্টারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে সবাইকে স্বাগত জানান সিবিসিবি’র প্রেসিডেন্ট, কার্ডিন্যাল ও ঢাকা আর্চডয়োসিসের আর্চবিশপ প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি। তিনি জানান ৩০ নভেম্বর, ২০১৭ পুণ্যপিতা পোপ ফ্রান্সিস এর বাংলাদেশে আগমন উপলক্ষে বিশিষ্টজনদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ঢাকার সহকারি বিশপ ও ভিকার জেনারেল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ ও নির্মল রোজারিও। পোপ মহোদয়ের আগমন উপলক্ষে তথ্য, উপাত্ত তুলে ধরেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত ও পুণ্যপিতার প্রতিনিধি আর্চবিশপ জর্জ কোচেরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গহর রিজভী। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান পোপ মহোদয়ের সফর যেন সুন্দরভাবে হয়। অনুষ্ঠানে সকল ধর্মের অংশগ্রহণ থাকবে এটি একটি সৌন্দর্য। বাংলাদেশের সংবিধানের প্রণেতা ও বিশিষ্ট আইনজীবি ড. কামাল হোসেন বলেন, পোপ মহোদয়ের সফরের ফলে মানুষের মাঝে যেন মূল্যবোধ গড়ে উঠে। একে অপরকে সম্মান জানাবে। বিশিষ্ট অর্থনীতিবিদ ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, পোপ ফ্রান্সিস জলাবায়ু ও রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার।
আরো বক্তব্য রাখেন সমাজসেবক, মানবাধিকারকর্মী ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. রাশেদা কে চৌধুরী, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ধন্যবাদ জ্ঞাপন করেন সিবিসিবি’র সেক্রেটারি ও চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের আর্চবিশপ মোজেস এম কস্তা, সিএসসি। অন্যান্যদের মধ্যে প্রফেসার আবদুল মান্নান, অশোক কুমার বড়ুয়া, অধ্যাপক মেজবাহ কামাল, বিশপ পল শিশির সরকার, জুয়েল আরেং, এমপি, মিকি ডায়েস ও আরো অনেক। বক্তারা তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।