উম্মুল ওয়ারা সুইটি : সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ওয়ালিউর রহমান বলেছেন, মিয়ারমারের সঙ্গে আলোচনা করেই সমাধান হতে হবে। তবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সঙ্গে কোনো মিটিং এ রাজি হবো না, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ রোহিঙ্গা বিষয়ে টার্মস অব রেফারেন্স ঠিক না করতে পারে।
তিনি বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ রোহিঙ্গা সমস্যার সমাধানের পথ তৈরি করেছে। এখন আমাদের এই আন্তর্জাতিক চাপ অব্যহত রাখতে হবে। তার আগে সবাই মিলে বসে স্থায়ী সমাধানের প্রস্তাবনা ঠিক করতে হবে। প্রধানমন্ত্রী ওআইসিকে এড্রেস করেছেন এবং বিভিন্ন মিডিয়াকে অ্যাড্রেস করেছেন এটার কারণে বিশ্ব হতবাক হয়ে গেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিয়েছে সেটি সমাধানের পথ তৈরি করেছে। বিশ্ব এখন মিয়ানমারের সব প্রপাগান্ডা বিশ্ব বুঝতে পেরেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এর সমাধান উপায় বের করতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলার সন অং সান সুচিকে ফোন করেছেন এবং বলেছেন বাংলাদেশের সঙ্গে কথা বলো। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও বলেছেন ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
গত শনিবার তাদের সুপ্রিম কমান্ড ফর দ্য আর্ম ফোর্সেস এর প্রধানকে দিয়ে মিয়ানমারের আর্মি চীফকে ফোন করেছেন এবং এই হত্যা বন্ধ করতে বলেছেন। পাশাপাশি তারা বাংলাদেশের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করতে অনুরোধ করেছেন।
সাবেক এই কূটনৈতিক বলেন, সবকিছু এখন আমাদের হাতে। তবে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব ছাড়া মিয়ানমারের সঙ্গে বসা ঠিক হবে না। এবারই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে।