১: বৃহস্পতিবার – মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ- আষাঢ়ী পূর্ণিমা।
২: শক্রবার পৃথিবীতে ভূমিষ্ট হন লুম্বিনী কাননে- বৈশাখী পূর্ণিমা।
৩: শনিবার- ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা সারনাথে- আষাঢ়ী পূর্ণিমা।
৪: রবিবার- দাহত্ররুয়া করা হয় কুশীনগরে- আষাঢ়ী পূর্ণিমা।
৫: সোমবার- ২৯ বছর বয়ছে গৃহত্যাগ- আষাঢ়ী পূর্ণিমা।
৬: মঙ্গলবার- মহাপরিনির্বাণ লাভ কুশীনগরে- বৈশাখী পূর্ণিমা।
৭: বুধবার- ৬ বছর কঠোর তপস্যার পর, ৩৫ বছর বয়সে বুদ্ধত্ব লাভ করেন, বুদ্ধগয়া বোধিবৃক্ষ মূলে -বৈশাখী পূর্ণিমা।