-সনজয় বড়–য়া
মনরে…
ওরে মনরে…..
থাকো সদা সচেতন
দিবানিশি শ্রদ্বাচিত্তে
বৌদ্ধ,ধর্ম, সংঘেরি নাম কররে স্মরণ।
ওরে মনরে থাকো যদি পড়ে
অবিদ্ব্যা মিথ্যা দৃষ্টির অন্ধকারে
অজ্ঞানতার কারনে বারে বারে দুঃখ আসেরে
মুক্তির পথে চলরে….
মনরে এমনকালে
মানবজীবন পেলে
সত্যি তুমি বড় ভাগ্যবান
পৃথিবীতে এখনো বৌদ্ধরই শ্বাসন আছে বিদ্যমান
সময় থাকতে হও সচেতনরে…..