পূর্ণিমা উপলক্ষে আমাদের অর্থনীতির বৌদ্ধ ধর্মীয় বিশেষ আয়োজন
এখন থেকে প্রতি বিশেষ বুদ্ধ পূর্ণিমার প্রকাশিত হবে বুদ্ধ ধর্ম-দর্শন নিয়ে আমাদের অর্থনীতির বিশেষ আয়োজন ‘পূর্ণিমা’। বুদ্ধের জীবনে পূর্ণিমা গভীর তাৎপর্যপূর্ণ। পুর্ণিমার রাতেই তিনি জন্মেছিলেন, পূর্ণিমার রাতেই বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং পূর্ণিমা রাতেই তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। এই অস্থিরতার কালে বুদ্ধ’র শিক্ষা আমাদের সমাজজীবনে কী কাজে লাগে তার অন্বেষণই আমাদের অভিপ্রায়। বুদ্ধ’র ধর্ম-দর্শন-শিক্ষাকে যারা ভালোবাসেন তারা আমাদের পাশে থাকবেন, মতামত দিয়ে সহযোগিতা করবেন সেই আশা করছি। পাতাটি আমরা প্রতি পূর্ণিমার আগের দিন প্রকাশ করবো, যেন পরদিন বুদ্ধর শিক্ষায় আমরা আলোকপ্রাপ্ত হবার প্রস্তুতি নিতে পারি।
আয়োজনে : আরিফ আবির, কামরুল আহসান, সুলভ চাকমা