খ্রিস্টীয় দর্পণ ডেস্ক
প্রতিদিনই মায়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসছেন। সরকার, অন্যান্য উন্নয়ন সংস্থার সাথে রোহিঙ্গাদের সহযোগিতায় নেমেছে ক্যাথলিকদের উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ। সংস্থাটির প্রেসিডেন্ট বিশপ জের্ভাস রোজারিও বিডি খ্রিস্টান নিউজকে বলেন, ‘আমি নিজে সরেজমিনে রোহিঙ্গাদের ক্যাম্পে পরিদর্শন করেছি এবং দেখেছি তারা কত কষ্টে আছে। নারী ও শিশুদের অবস্থা খুব খারাপ’। তিনি জানান, প্রতি পরিবারে ৭ জন হিসেবে ১০ হাজার পরিবারকে মশুর ডাল, ভোজ্যতেল, চিনি এবং লবণ সরবরাহ করছে কারিতাস। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় দেওয়া চালের সঙ্গে ত্রাণ হিসেবে এসব খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। সরকার দুই মাসের জন্য তাদের এই কাজ করবার অনুমোদন দিয়েছে।
তিনি আরো জানান, শুধু খাদ্যসামগ্রী নয়, রোহিঙ্গা পরিবারগুলোকে রান্না করার জন্য এক সেট তরকারির ডেকসি ও চামচ, ভাতের সসপেন ও চামচ, মেলামাইনের বাসন এবং মগ দিচ্ছে কারিতাস।
কয়েক সপ্তাহ আগে ক্যাথলিক মন্ডলীর পক্ষে কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সি.এস.সি কক্সবাজার জেলা প্রশাসককে ১০ লাখ টাকার চেক রোহিঙ্গাদের জন্য দেন। সূত্র : বিডি খ্রিস্টান নিউজ