খ্রিস্টীয় দর্পণ ডেস্ক
১৫ অক্টোবর ভারতের ছত্রিশগড়ের একটি গির্জায় মৌলবাদী হিন্দুরা হামলা করেছে। উপাসনা চলাকালীন সময় তিন শ’র বেশি হামলাকারীরা ডেন্টিওয়াদা জেলার জেরিপাড়া গ্রামের বাসটার ফর ক্রাইট মুভমেন্ট চার্চে হামলা করে। এই ঘটনায় দুইজন খ্রিস্ট বিশ্বাসী গুরুতর আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯জন।
ইন্টারন্যাশনাল খ্রিস্টান কনর্সান (আই.সি.সি) জানায়, গির্জাঘর থেকে বিশ্বাসীদের জোর করে বাইরে বের করে হামলাকারীরা। তাদেরকে খ্রিস্ট বিশ্বাস অস্বীকার করতে জোর প্রয়োগ করে। লাঠি, জুতা দিয়ে পেটায় তাদেরকে।
রাজু সোদি এবং সংগীতা কার্টিমা নামে দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় চার্চের পালক বলেছেন, চার্চে হামলা অমানবিক এবং নিন্দনীয়। তিনি হামলাকারীদের বিচার চান।
সংখ্যালঘু খ্রিস্টানরা স্থানীয় থানায় মামলা করতে গেলে প্রথমে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। ২৪ ঘন্টার বেশি থানার সামনে প্রতিবাদ সমাবেশ করার পর পুলিশ মামলা নেয় বলে জানা গেছে।
আই.সি.সি’র কর্মকর্তা উইলিয়াম স্ট্যাক বলেন, ‘ভারতে খ্রিস্টানদের উপর প্রায়ই হামলা হচ্ছে। স্থানীয় প্রশাসন হিন্দু মৌলবাদ দমনে গুরুত্ব দিয়ে কাজ করছে না। যার ফলে সাম্প্রদায়িক হামলা চলছেই’। তিনি হামলার তদন্ত করে দোষীদের শাস্তি দাবী করেন।
সূত্র: বিডি খিস্টান নিউজ