খ্রিস্টীয় দর্পণ ডেস্ক
চূড়ান্ত হলো পোপ ফ্রান্সিসের বাংলাদেশে সফরকালীন অনুষ্ঠান সূচী। ‘পোপের বাংলাদেশ সফর ২০১৭ খ্রিস্টাব্দ’ এর মিডিয়া কমিটির সেক্রেটারী ফাদার বুলবুল আগস্টিন রিবেরু প্রেরিত পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরের সময়সূচি, স্থান নিচে দেওয়া হলো:
পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরের সময় ও অনুষ্ঠানসূচী
(৩০ নভেম্বর- ২ডিসেম্বর, ২০১৭ খ্রিস্টাব্দ)
৩০ নভেম্বর, বৃহস্পতিবার, ২০১৭ খ্রিস্টাব্দ
* ১৫:০০ (বিকাল ৩টা)ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ ও বরণ অনুষ্ঠান।
* ১৬:০০ (বিকাল ৪টা)সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন।
* ১৬:৪৫ (বিকাল ৪টা ৪৫ মিনিট)বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিগ্রন্থে স্বাক্ষরকরণ।
* ১৭:৩০ (বিকাল ৫টা ৩০ মিনিট)বঙ্গভবনে মহামান্য প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ।
* ১৮:০০ (সন্ধ্যা ৬টা)বঙ্গভবনে রাষ্ট্রের ঊর্ধতন কর্তৃপক্ষ, সুশীল সমাজ ও কূটনৈতিক মহলের সাথে আলোচনা সভা। পোপ মহোদয়ের বক্তব্য
১ ডিসেম্বর, শুক্রবার, ২০১৭ খ্রিস্টাব্দ
* ১০:০০ (সকাল ১০টা)রমনার সোহওরার্দী উদ্যানে খ্রিস্টযাগ/খ্রিস্টধর্মীয় উপাসনা ও যাজক অভিষেক অনুষ্ঠান। পোপ মহোদয়ের বক্তব্য।
* ১৫:২০ (বিকাল ৩টা ২০ মিনিট)ভ্যাটিকান দূতাবাসে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ।
* ১৬:০০ (বিকাল ৪টা)ক্যাথিড্রাল পরিদর্শন।
* ১৬:১৫ (বিকাল ৪টা ১৫ মিনিট)রমনায় প্রবীণ যাজক ভবনে পোপ মহোদয়ের সাথে বাংলাদেশের বিশপদের বিশেষ মিটিং। পোপ মহোদয়ের বক্তব্য।
* ১৭:০০ (বিকাল ৫টা)আর্চবিশপ হাউজের মাঠে শান্তির জন্য আন্তঃধর্মীয় ও আন্তঃমান্ডলিক সমাবেশ। পোপ মহোদয়ের বক্তব্য।
২ ডিসেম্বর, শনিবার, ২০১৭ খ্রিস্টাব্দ
* ১০:০০(সকাল ১০টা) তেজগাঁয় ব্যক্তিগতভাবে মাদার তেরেজা ভবন পরিদর্শন।
* ১০:৪৫(সকাল ১০টা ৪৫ মিনিট) যাজকবর্গ, সন্ন্যাসব্রতী, উৎসর্গীকৃত নর-নারী, সেমিনারীয়ান ও নবিসদের সমাবেশ। পোপ মহোদয়ের বক্তব্য।
* ১১:৪৫(সকাল ১১টা ৪৫ মিনিটি) তেজগাঁও করবস্থান ও পুরাতন গির্জা পরিদর্শন।১৫:২০নটর ডেম কলেজে যুব সমাবেশে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস। পোপ মহোদয়ের বক্তব্য।
* ১৬:৪৫(বিকাল ৪ টা ৪৫ মিনিটি) আনুষ্ঠানিক বিদায়। ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর।
* ১৭:০৫( বিকাল ৫টা ০৫ মিনিটি) রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ।
*২৩:০০(রাত ১১টা) রোমের চামপিনো বিমান বন্দরে অবতরণ।