১ স্বতঃপ্রবৃত্ত হয়ে দান করা হয়।
২ ভয় হেতু দান করা হয়।
৩ ‘আমাকে দান করা হয়েছে, এই হেতু দান করা হয়।
৪ ‘আমাকে দান করবে, এই হেতু দান করা হয়।
৫ ‘দান করলে মঙ্গল হয়’ এই হেতু দান করা হয়।
৬ ‘আমি পাক করছি, এরা করছে না। পাকনিরত আমার পক্ষে যারা পাক করছে
না তাদেরকে না দেওয়া অনুপযুক্ত,’ এই হেতু দান করা হয়।
৭ ‘এই দান করবার নিমিত্ত আমার কল্যাণ কীর্ত্তিশব্দ উত্থিত হবে’ এই হেতু দান করা হয়।
৮ চিত্তের অলঙ্কাররূপে চিত্তের নির্মলতার জন্য দান করা হয়।