শ্রাবস্তীর জেতবনে বিহার করার সময় মোগল্লিপুত্ত তিস্স বুদ্ধকে ১০ টি প্রশ্ন করেছিলেন। বুদ্ধ এসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে নীরব ছিলেন। যার উত্তর হ্যাঁ-ও হতে পারে, না-ও হতে পারে। এগুলোকে বুদ্ধের দশ অ-কথনীয় বলা হয়। প্রশ্নগুলো হলো-
১. লোক (বিশ্ব) শাশ্বত বা নিত্য কি-না?
২. লোক কি অনিত্য?
৩. লোক কি সসীম?
৪. লোক কি অসীম?
৫. আত্মা ও শরীর কি এক?
৬. আত্মা ও শরীর কি ভিন্ন?
৭. মৃত্যুর পর তথাগতের কি পুনর্জন্ম হয়েছে?
৮.মৃত্যুর পর তথাগতের কি পুনর্জন্ম হয়নি?
৯. তথাগতের পুনর্জন্ম হওয়া আর না হওয়া উভয়ই কি সত্য?
১০. তথাগতের পুনর্জন্ম হওয়া আর না হওয়া উভয়ই কি অসত্য?
বিভিন্ন সময়ে বুদ্ধের এ মৌনতার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হয়েছে। কোনো কোনো প-িতের মতে বুদ্ধের এ নীরবতা তত্ত্ব বিষয়ক অজ্ঞনতার প্রতীক। আবার অনেকের মতে যা কারো পক্ষেই জানা সম্ভব নয় সেসব বিষয় বুদ্ধ নীরব থাকাই শ্রেয় মনে করেছেন।