১. দান: যা সত্ত্বত্যাগ করে দেওয়া হয়, তাই দান।
২. শীল: কায়-মনো-বাক্যে সংযত করত সম্যকরূপে অনুশীলন বা অনুবর্তী হওয়াই শীল ।
৩.ভাবনা: চারি আর্যসত্য বিষয়ে একাগতার সাথে পুনঃপুনঃ চিন্তা করবার নামই ভাবনা।
৪.সেবা অপচায়ন: গুণশ্রেষ্ঠ ও বয়োজ্যেষ্ঠকে সম্মান পূজা করাই অপচায়ন।
৫. বৈয়াকৃত্য: সেবা পরিচর্যা নিজের কাজের ন্যায় দেশের ও জনসমাজে উপকার কর্ম করাই বৈয়াকৃত্য।
৬. পুণ্যদান: নিজের সঞ্চিত পুণ্যাংশ দান করাই পুণ্যদান।
৭. পুণ্যানুমোদন: প্রসন্ন চিত্তে সম্পাদিত পুণ্য কর্মের প্রশংসা করাই পুণ্যানুমোদন।
৮. ধর্মশ্রবণ:- শ্রদ্ধা, গৌরব সহকারে হিতকর উপদেশ মনোযোগ পূর্বক শ্রবণ ও স্মৃতি সংরক্ষণই ধর্ম শ্রবণ।
৯. ধর্মোপদেশ: চারি আর্যসত্য প্রতীত্য সমুৎপাদনীতি, আর্য অষ্টাঙ্গিক মার্গ প্রভৃতি অতি গৌরব সহকারে ধর্মদেশনা করাই ধর্মোপদেশ।
১০. দৃষ্টি ঋজুকর্ম:- দৃষ্টি ঋজুকর্ম অর্থ কর্ম স্বকীয়তা জ্ঞান। প্রত্যেক জীব তার নিজের কর্মের দৃশ্যমান প্রতিমূর্তি এতাদৃশ জ্ঞানার্জন চেষ্টাই দৃষ্টি ঋজু কর্ম নামে অভিহিত।