খ্রিস্টীয় দর্পণ ডেস্ক : ভারতের কাস্মীরের শ্রীনগরে একটি গির্জায় ২৯ অক্টোবর, রবিবার ৫০ বছর পর পুনরায় ঘন্টার ধ্বনি বেজে উঠছে। গির্জাটির নাম দ্যা হলি ফ্যামেলি ক্যাথলিক চার্চ। সেটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সেখানকার পাল-পুরোহিত ফাদার রয় ম্যাথিউ। ১০৫ কেজি ওজনের ঘন্টাটি একজন স্থানীয় খ্রিস্টভক্ত গির্জার জন্য দান হিসেবে দিয়েছেন। এই ঘন্টাটি হবে কাস্মীরের কোন গির্জার জন্য সবচেয়ে বড় ঘন্টা। তবে কেন এতদিন ঐ গির্জায় ঘন্টা বাজানো হয়নি তা জানা যায়নি। ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ট কাস্মীর প্রদেশটিতে খ্রিস্টানদের সংখ্যা খুবই কম। এই ঘন্টার উদ্বোধন ঐতিহাসিকভাবে গুরুত্ব পেয়েছে। এখানে উপস্থিত ছিলেন খ্রিস্টান ছাড়াও মুসলিম, হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষ এবং অনুষ্ঠিত হয়েছে আন্তঃধর্মীয় প্রার্থনা সভা। পরে সব ধর্মের প্রতিনিধিদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে গির্জার ঘন্টা বাজানো হয়। গত ৫০ বছর ধরে গির্জায় ঘন্টা বাজানো হয়নি। কাশ্মীর অঞ্চলের মালিকানা নিয়ে ভারত, পাকিস্তান ও গণচীনের মধ্যে বিবাদ রয়েছে। ভারতের জম্মু ও কাশ্মীর অঙ্গরাজ্যের রাজধানী। এখানে প্রায় ১০ লক্ষ লোকের বাস। গির্জায় ঘন্টাটি তাৎপর্যপূর্ণ অর্থ বহন করে।