খ্রিস্টীয় দর্পণ ডেস্ক : যীশু শুক্রবার থেকে রবিবার কবরে ছিলেন, এতে কোন সন্দেহ নেই। কিন্তু আমাদের বর্তমান নিয়ম অনুসারে চিন্তা করলে একে তিন দিন ধরা যায় না। কিন্তু ততকালিন যিহূদী সংস্কৃতি অনুযায়ী দিনের যে কোন অংশকেই এক দিন হিসাবে ধরা হয় এবং দিন পরিবর্তন রাত ১২টার পরে হয় না, তা হয় সূর্য্যাস্তের সময়ে অর্থাৎ ৬টার দিকে।
সে অনুযায়ী হিসাব করলে ব্যপারটা এমন দাড়ায়ঃ
যীশু শুক্রবার বিকেলের দিকে মারা গেছেন (১ দিন)। শনিবার তিনি কবরে ছিলেন (১ দিন)। রবিবার ভোরে কবর থেকে উঠলেন, কিন্তু রবিবার শুরু হয়েছে শনিবার ৬টার পরে। অর্থাৎ তিনি রবিবারের কিছু সময়ও কবরে ছিলেন (১ দিন)
সর্বমোট দাড়াচ্ছে ৩ দিন।