খ্রিস্টম-লির ইতিহাসে প্রথম পোপ সাধু পিতর
খ্রিস্টীয় দর্পণ ডেস্ক : প্রেরিতদূত শিমন পিতরই খ্রিস্টমন্ডলির প্রথম পোপ। তিনি যীশুর জীবন অভিজ্ঞতা করেন। জাতিতে ছিলেন ইহুদী। তৎকালীন সময়ে রোমান সম্রাজ্যের আওতাধীন গালীলেয়ার বেথসাইদা নামক স্থানে তাঁর জন্ম। যীশু খ্রিস্টের দ্বারাই তিনি মন্ডলির কর্ণধার মনোনীত হন। মথি ১৬:১৮-১৯ পদে উল্লেখ আছে, তুমি পিতর অর্থাৎ পাথর। আর এই পাথরের উপরেই আমি আমার মন্ডলি স্থাপন করব।
ক্যাথলিক বিশ্বাসীগণ তাঁকে রোমের প্রথম বিশপ তথা পোপ বলে গ্রহণ করেন। যীশুর মৃত্যুর পর পরই পিতর মন্ডলির হাল ধরেন। তাঁর পোপীয় শাসনকাল হলো ১ এপ্রিল ৩৩ খ্রিস্টাব্দ থেকে ২৯ জুন ৬৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। ৬৭ খ্রিস্টাব্দে মাথা নিচের দিকে দিয়ে ক্রুশবিদ্ধ করে তাঁকে হত্যা করা হয়। প্রাচ্য ও পাশ্চাত্য উভয় মন্ডলিই সাধু পিতরকে যথাযথ সম্মান দেখিয়ে মান্ডলিক পর্ব পালন করে ২৯ জুন।
ভাতিকানে সাধু পিতরের মহামন্দির তাঁর স্মরণার্থেই স্থাপিত হয়েছে। ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পোপগণ হলেন যথাক্রমে: পোপ সাধু লিনুস, পোপ সাধু আনাক্লেতুস, পোপ সাধু ১ম ক্লেমেন্ট, পোপ সাধু এভারিস্ট। বর্তমানে ১২৮ কোটি ক্যাথলিক বিশ্বাসীদের পোপ ফ্রান্সিস হচ্ছেন ২৬৬তম পোপ। সূত্র: পোপ ফ্রান্সিস গ্রন্থ, প্রকাশনায়: মিডিয়া সাব কমিটি, পোপের বাংলাদেশে সফর ২০১৭