খ্রিস্টীয় দর্পণ ডেস্ক
৮ নভেম্বর, ভাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে উপদেশ বাণীতে পুণ্য পিতা পোপ ফ্রান্সিস বলেন, পবিত্র খ্রিস্টযাগের সময় মোবাইলে ছবি তোলা দেখলে আমি কষ্ট পাই। খ্রিস্টযাগ কোন প্রদর্শনী নয়।
তিনি আরো বলেন, খ্রিস্টযাগে যীশু উপস্থিত থাকেন, তাঁকে আমাদের শ্রদ্ধা করা উচিত। খ্রিস্টযাগকে ভাবগাম্বীর্য রাখা আমাদের কর্তব্য। আমাদের বুঝা উচিত খ্রিস্টযাগের গুরুত্ব।
তিনি বলেন, এমনকি কিছু ফাদার এবং বিশপও খ্রিস্টযাগের সময় ছবি তুলেন। তিনি খ্রিস্টযাগে মোবাইল ফোন পুরোপুরি বন্ধ রাখার আহ্বান জানান।