খ্রিস্টীয় দর্পণ ডেস্ক : ২৯ নভেম্বর পর্যন্ত নিজ নিজ ধর্মপল্লী থেকে পুণ্য পিতা পোপ ফ্রান্সিসের সফরের মূল অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানের মহা খ্রিস্ট যাগের জন্য প্রবেশ পত্র সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফর ২০১৭ এর মিডিয়া কমিটির কনভেনর ফাদার কমল কোড়াইয়া। আরো বলেন, যারা এখনো রেজিষ্ট্রেশন করেননি তারা স্থানীয় পাল পুরোহিতের নিকট থেকে সোহরাওয়ার্দী উদ্যানের মহা খ্রিস্টযাগের জন্য প্রবেশ পত্র নিতে পারবেন। যারা প্রটেষ্টান মন্ডলির সদস্য, তাদেরকে নিজ নিজ চার্চের পালকের নিকট থেকে প্রবেশ পত্রের জন্য যোগাযোগ করতে হবে।তিনি আরো জানান, প্রথমে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সকল অনুষ্ঠানে মোবাইল, চাবী, শিশু খাদ্য নিষিদ্ধ করা হয়েছিল, সেটা শিথিল করা হয়েছে। মোবাইল নেওয়া যাবে তবে তা বন্ধ রাখতে হবে, চাবীর রিং পুরুষদের নিকট রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, শিশুদের খাবার নেওয়া যাবে এবং ছোট্ট হ্যান্ড ব্যাগ নেওয়া যাবে। সূত্র: বিডি খ্রিস্টান নিউজ