খ্রিস্টীয় দর্পণ ডেস্ক
পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ২১ নভেম্বর, দুপুর বারটায় তাঁর বাংলাদেশে সফরের বিষয়ে এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ভিডিও বার্তার বাংলা অনুবাদ নিচে দেওয়া হলো:
সুপ্রিয় বন্ধুগণ,
এখন থেকে আর অল্প কিছু দিনের মধ্যে আমার বাংলাদেশ সফরের প্রস্তুতি লগ্নে আমি এ দেশের সকল মানুষের প্রতি শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা প্রেরণ করতে চাই। কিছু সময় আমরা একসাথে কাটাব- তারই প্রতিক্ষায় আছি আমি। আমি আসছি যীশু খ্রিস্টের মঙ্গলসমাচারের সেবক হিসেবে; এই মঙ্গলসমাচারের পুনর্মিলন, ক্ষমা এবং শান্তির বার্তা ঘোষণা করতে।
আমার সফর বাংলাদেশ ক্যাথলিক সম্প্রদায়ের জন্য এর ঐশ-উপাসনা ও মঙ্গলবাণীর সাক্ষ্য বহনের স্বীকৃতি যা শিক্ষা দেয় প্রত্যেক নর-নারীর মর্যাদা এবং অন্যদের জন্য, বিশেষত: দরিদ্র ও অভাবগ্রস্তদের জন্য আমাদের হৃদয়কে উন্মক্ত করার নির্দেশ দেয়। একই সাথে, এ জাতির সকল মানুষের সাথে আমি সাক্ষাৎ করতে চাই।
আমি বিশেষভাবে প্রতীক্ষায় আছি রমনাতে ধর্মীয় নেতৃবর্গের সাথে সাক্ষাৎ করার জন্য। আমরা এমন একটা সময়ে বসবাস করছি, যখন সব জায়গাতেই ধর্মে বিশ্বাসী এবং সদিচ্ছাসম্পন্ন ব্যক্তিগণ পারস্পরিক বোঝাপড়া ও সম্মান বৃদ্ধির লক্ষে কাজ করতে আহুত এবং আহুত একই মানব পরিবারের সদস্য হিসেবে পরস্পরকে সমর্থন করতে।
আমি জানি, আমার সফরের প্রস্তুতির জন্য বাংলাদেশে অনেকেই কঠোর পরিশ্রম করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সবাইকে আমি প্রার্থনা করার অনুরোধ জানাই, যেন আপনাদের মাঝে আমার দিনগুলো প্রত্যেকের জন্যই প্রত্যাশা ও সমর্থনের উৎস হয়ে ওঠে।আপনাদের উপর, আপনাদের পরিবার-প্রিয়জন সবার উপর আমি ঈশ্বরের আনন্দময় ও শান্তিময় আশীর্বাদ প্রদান করছি। শীঘ্রই দেখা হবে।