খ্রিস্টীয় দর্পণ ডেস্ক
পোপের সফর উপলক্ষে কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি পালকীয় পত্রের মাধ্যমে যাজক, সন্ন্যাসব্রতী এবং খ্রিস্টভক্তদের বিশেষ অনুরোধ করেছেন। তিনি তাঁর পালকীয় পত্রে লিখেন, ‘ঢাকা মহানগরীতে বসবাসরত খ্রিস্টভক্তদের নিকট বিশেষ অনুরোধ: আপনারা ঢাকা মহাধর্মপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে এবং অন্য ধর্মপ্রদেশ থেকে, আপনাদের নিজস্ব আত্মীয়-স্বজন যারা আপনাদের বাসাবাড়ীতে তীর্থযাত্রীরূপে অবস্থান করতে চান, সামর্থ্য অনুসারে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে, আতিথ্যদানের উদার হওয়ার জন্য আহ্বান করি’।
তিনি আরো উল্লেখ করেন, ‘শ্রদ্ধা ও স্নেহভাজন যাজকবৃন্দ, ইতিমধ্যে আপনারা ভক্তজনগণের সহযোগিতায় পুণ্যপিতা পোপ মহোদয়ের পালকীয় সফরের জন্য বিভিন্ন আধ্যাত্মিক ও সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করেছেন, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। পুণ্যপিতা পোপ মহোদয়ের সফরের জন্য এবং নির্ধারিত কর্মসূচীতে নির্দিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণের জন্য, সঠিক তথ্য জানানো, খ্রিস্টভক্তদের অংশগ্রহন সম্ভব ও নিশ্চিত করার জন্য, প্রার্থনার মাধ্যমে সব ধরনের আধ্যাত্মিক প্রস্তুতি ও অন্যান্য ব্যবস্থাপনা, প্রেরণা, উপদেশ ও নির্দেশনা প্রদান ইত্যাদি চলমান রাখার জন্য অনুরোধ জানাই’।
‘ঢাকা নগরীস্থ ধর্মসংঘ- প্রধান ও হাউজ সুপিরিওরগণ, সেমিনারী ও গঠনগৃহের পরিচালকগণ, যাকজভবনের পরিচালকবৃন্দ, আপনাদের নিকট অনুরোধ জানাই যেন, পোপের সফরকালে নিজ ধর্মসংঘের যাজক/ব্রাদার/সিস্টারদের জন্য এবং সম্ভব হলে অন্যান্য যাকজক/সন্ন্যাসব্রতীদের থাকা-খাওয়ার-যাতাযাতের ব্যবস্থা নিজেরাই গ্রহণ করেন; এবং ধর্মপ্রদেশীয় যাজকদের জন্য নির্ধারিত যাজক আবাসনে তদ্রুপ ব্যবস্থা গ্রহণ করা হয়’।
তিনি আরো বলেন, ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের-সংস্থা প্রধানগণের নিকট অনুরোধ করি যেন, পোপের সফরের জন্য সংশ্লিষ্ট কমিটির ব্যবস্থাপনা ও আবেদনে, পোপের সফরকালে বহিরাগত, তীর্থযাত্রীদের আবাসন ও টয়লেট ব্যবস্থার সুযোগ করা হয়। সামর্থ্য অনুসারে প্রয়োজনীয় সুযোগ-সবিধা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, গাড়ী পার্কিং ইত্যাদি বিষয়ে সহযোগিতা দান করা হয়’।
সূত্র: বিডি খ্রিস্টান নিউজ