• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রবারণা পূর্ণিমা

দশ প্রকার কুশল পথ কী কী?

প্রকাশের সময় : December 4, 2017, 12:00 am

আপডেট সময় : December 3, 2017 at 8:27 pm

১. দান: যা সত্ত্বত্যাগ করে  দেওয়া হয়, তাই দান।

২. শীল:  কায়-মনো-বাক্যে সংযত করত সম্যকরূপে অনুশীলন বা অনুবর্তী হওয়াই শীল ।

৩. ভাবনা: চারি সতিপট্ঠান বিষয়ে একাগ্রতার সাথে পুনঃপুনঃ চিন্তা করবার নামই ভাবনা।

৪. সেবা অপচায়ন: গুণশ্রেষ্ঠ ও বয়োজ্যেষ্ঠকে সম্মান পূজা করাই অপচায়ন।

৫. বৈয়াকৃত্য: সেবা পরিচর্যা নিজের কাজের ন্যায় দেশের ও জনসমাজে উপকার কর্ম করাই বৈয়াকৃত্য।

৬. পুণ্যদান: নিজের সঞ্চিত পুণ্যাংশ দান করাই পুণ্যদান।

৭. পুণ্যানুমোদন: প্রসন্ন চিত্তে সম্পাদিত পুণ্য কর্মের প্রশংসা করাই পুণ্যানুমোদন।

৮. ধর্মশ্রবণ: শ্রদ্ধা, গৌরব সহকারে হিতকর উপদেশ মনোযোগ পূর্বক শ্রবণ ও স্মৃতি সংরক্ষণই ধর্ম শ্রবণ।

৯. ধর্মোপদেশ:  চারি আর্যসত্য প্রতীত্য সমুৎপাদনীতি, আর্য অষ্টাঙ্গিক মার্গ প্রভৃতি অতি  গৌরব সহকারে ধর্মদেশনা করাই  ধর্মোপদেশ।

১০. দৃষ্ট ঋজুকর্ম: দৃষ্টি ঋজুকর্ম অর্থ কর্ম স্বকীয়তা জ্ঞান। প্রত্যেক জীব তার নিজের কর্মের দৃশ্যমান প্রতিমূর্তি এতাদৃশ  ানার্জন চেষ্টাই দৃষ্টি ঋজু  কর্ম নামে অভিহিত।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)