দখলদারিত্বের প্রতিবাদে ইসরায়েলে কনসার্ট বাতিল করলেন পপ শিল্পী লর্ড
মরিয়ম চম্পা : ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলের কনসার্ট বাতিল করেছেন পপ শিল্পী লর্ড। ইসরায়ের রাজধানী তেল আবিবে যেন লর্ড কনসার্ট না করেন- এমন অসংখ্য ভক্তদের খোলাচিঠির উত্তরে পপ তারকা লর্ড এই যুগান্তকারী সিদ্ধান্ত নেন। লর্ডের ভক্তদের পাশাপাশি তার নিজ দেশ নিউজিল্যান্ডের ভক্তরাও তাকে এই কনসার্টে অংশগ্রহণ না করতে চাপ প্রয়োগ করেন।
২১ বছর বয়সী লর্ড দ্য গার্ডিয়ানকে বলেন, আমি লিওনার্দ কোহেন হতে চাই। আমি জনি মিশেল হতে চাই। ভক্তদের ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় বলেন, ফিলিস্তিনের সাথে ইসরায়েলের এই রাজনৈতিক অবস্থা উত্তরণের সম্ভাব্য সমাধান কি আমাদের জানা আছে? যদি থাকে তাহলে অবশ্যই সেটা শেয়ার করা উচিত। এক্ষেত্রে সকল পরামর্শকে আলোচনা বিবেচনা করা যেতে পারে। আপনাদের মতামত দিয়ে আমাকে সচেতন করার জন্য ধন্যবাদ, আমি সব সময় সকলের কাছ থেকে শেখার চেষ্টা করি।
বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নাদিয়া আবু-সানাব এবং জাস্টিন সাচস ওয়েবসাইট স্পিনোফে’র এক খোলা চিঠিতে আগামী বছরের ৫ জুনে অনুষ্ঠিত হওয়া কনসার্টটি বাতিল করতে অনুরোধ করেন। দ্য গার্ডিয়ান