রুশ গুপ্তচর সন্দেহে ইউক্রেনের দোভাষী আটক
প্রিয়াংকা পান্ডে : রাশিয়ার গুপ্তচর সন্দেহে প্রধানমন্ত্রী ভোলোডিমির গ্রোসম্যানের ব্যক্তিগত দোভাষী স্ট্যানিসলাভ ইজহভকে আটক করেছে ইউক্রেন। দেশটির সরকার প্রধানদের মতে, ওই ব্যক্তি সরকারের খাস অনুবাদক এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা ‘এসবিইউ’ থেকে ইজহভের রুশ গুপ্তচর হওয়ার কথা বলা হয়।
গত বুধবার এক বিবৃতিতে এসবিইউ জানায়, ইউক্রেন থেকে তথ্য সংগ্রহ করে অন্য রাষ্ট্রে হস্তান্তর করে ইজহব। এজন্য ‘বিশেষ বিশ্বাসঘাতকতার’ দায়ে অভিযুক্ত করা হয়েছে ইজহভকে।
এ সম্পর্কে সামাজিক মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী গ্রোসম্যান বলেন, ওই ব্যক্তি (ইজহভ) সরকারি সেক্রেটারি হিসেবে কর্মরত থেকে শত্রু পক্ষের জন্য কাজ করে যাচ্ছিল।’
যদিও এসবিইউ থেকে এখনো ইজকভের নাম নিশ্চিত করা হয়নি, তবে সরকার পক্ষ থেকে তার নাম প্রকাশ করা হয়েছে। এসবিইউ জানায়, অনুবাদক হিসেবে কাজ করার আগে ইজকভ ওয়াশিংটনে ইউক্রেনের দূতাবাসে কাজ করেছে। সেখানে রাশিয়ার সঙ্গে তার ভালো সম্পর্কের জানা যায়। এছাড়া তার স্ত্রী একজন রাশিয়ান হওয়ায় সন্দেহ আরো ঘনীভূত হয়। ফ্রান্স ২৪, সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম