খ্রিস্টীয় দর্পণ ডেস্ক
বড়দিন পালন উপলক্ষে ঢাকায় বিভিন্ন চার্চে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাঁচ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ১৩ ডিসেম্বর, বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বড়দিন উদযাপন এবং থার্টি ফার্স্ট নাইট-এর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, ঢাকায় চারটি বড় চার্চ সহ ৭৫টি চার্চ রয়েছে। সেগুলোর জন্য পাঁচ হাজার পুলিশ মোতায়ন করা হবে। বড় চার্চগুলোতে আর্চওয়ে ও সিসিটিভি ক্যামেরা থাকবে। ডিএমপি ও র্যাব আলাদা আলাদাভাবে নিরাপত্তা রক্ষায় কাজ করবে এবং ইভটিজারদের নিয়ন্ত্রণ করা হবে। আর জরুরি প্রয়োজনে ৯৯৯ সেবা চালু থাকবে।
সভায় বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃত্বে ৩০ জনের একটি দল উপস্থিত ছিলেন। এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন, ‘পোপের বাংলাদেশের সফরকালীন অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানিয়েছি এবং বড়দিনেও যেন নিরাপত্তা দেওয়া হয় সেই বিষয়ে অনুরোধ করেছি।
সভায় তাঁর সাথে উপস্থিত ছিলেন একমাত্র খ্রিস্টান এমপি জুয়েল আরেং, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেমন্ত কোড়াইয়া প্রমুখ।
সূত্র : বিডি খ্রিস্টান নিউজ