ফাহিম ফয়সাল : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। যিনি এই ভাষণ নিষিদ্ধ করতে পারেন তিনি মুক্তিযোদ্ধা ছিলেন কিনা সন্দেহ আছে।
গতকাল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ভবনে বাংলাদেশ অর্থনীতি সমিতির তিন দিনব্যাপী ২০তম দ্বিবার্ষিক সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা পৃথিবীর তৃতীয় সৎ প্রধানমন্ত্রী। কিন্তু তিনি সৎ হলেও তার ডানে-বামে আমরা যারা আছি, তাদের মধ্যে যদি সততার অভাব থাকে তাহলে তিনি কতক্ষণ সৎ থাকবেন।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের জিডিপি বৃদ্ধিতে অর্থনীতিবিদদের গুরুত্ব রয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমরা যে অবস্থানে আছি তা থেকে আরেকটু উন্নতি করতে হলে আমাদের নৈতিকতার বিষয়ে আরেকটু যাচাই-বাছাই করা দরকার।
অনুষ্ঠানে অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, অর্থশাস্ত্রকে নৈতিকতার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থানে বসাতে হবে। অর্থনৈতিক কর্মকা-ে নৈতিকতা উপেক্ষা করলে সংঘাত হবে। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম