ভোলা প্রতিনিধি : রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের সবাই বলছে রংপুর সিটি নির্বাচন সুষ্ঠ হয়েছে। আর বিএনপি ৩০ হাজার ভোট পেয়ে বলছে নির্বাচনে কারচুপি হয়েছে। এতে প্রমাণিত হয় বিএনপি সব সময় মিথ্যা কথা বলে। তারা শুধু মানুষের সমালোচনা করে বেড়ায়।
গতকাল শনিবার দুপুরে ভোলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তোফায়েল বলেন, স্বাধীনতার পর থেকে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ক্ষমতায় এসে দেশকে তছনছ করে দিয়েছে। আজকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে পরিচালিত হচ্ছে।
মন্ত্রী বলেন, মানবতার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশে ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে আজ প্রশংসিত। শেখ হাসিনাকে বলা হয় মাদার অব হিউমিনিটি। সেখানেও বিএনপির সমালোচনা থেমে নেই। অনুষ্ঠানে কলেজের সভাপতি মইনুল হোসেন বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, বাণিজ্যমন্ত্রীর মেয়ে ডা. তাসনিমা আহমেদ জামান। সম্পাদনা : ইয়াছির আরাফাত