‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন কিনা সন্দেহ আছে’
ফাহিম ফয়সাল : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। যিনি এই ভাষণ নিষিদ্ধ করতে পারেন তিনি মুক্তিযোদ্ধা ছিলেন কিনা সন্দেহ আছে। গতকাল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ভবনে বাংলাদেশ অর্থনীতি সমিতির তিন দিনব্যাপী ২০তম দ্বিবার্ষিক সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা পৃথিবীর তৃতীয় সৎ প্রধানমন্ত্রী।