নিয়ন্ত্রণ রেখায় পাক সেনার গুলি মেজরসহ ৩ ভারতীয় সেনা নিহত
সেনাদের গুলিতে একজন মেজরসহ ভারতীয় সেনাবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ভারতীয় সেনাবাহিনীর টহলদার দলের ওপর পাকিস্তানি সেনাদের হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতরা হলেন মেজর মোহারকার প্রফুল্ল অম্বাদাস, ল্যান্স নায়েক গুরমেইল সিংহ ও সিপাই পারগত সিং।
ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, ১২০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের আওতাধীন ২ শিখ ব্যাটালিয়নের টহলদার দলটি এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল দিচ্ছিল। তখনই হামলা শুরু হয়। ঘটনাচক্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রাজৌরি জেলা প্রশাসনের সদরে রয়েছেন স্থানীয় মানুষের অভাব অভিযোগের কথা শুনতে। তখনই ব্রাত গালা এলাকায় এই আক্রমণ। এতে আহত হয়েছেন আরও দুজন। প্রতিরক্ষা সূত্রে অবশ্য চারজনের নিহত হওয়ার দাবি করা হচ্ছে। চলতি বছরেই ৭৭৮ কিমি দীর্ঘ নিয়ন্ত্রণ রেখা বরাবর এ পর্যন্ত পাক সেনার ৭৮০টির বেশি যুদ্ধবিরতি ভাঙার ঘটনা নথিভুক্ত করেছে ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে বিএসএফের টহল দেওয়া ১৯৮ কিমি আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানের যুদ্ধবিরতি ভাঙার সংখ্যা ১২০ ছাড়িয়ে গিয়েছে। ২০১৪-এ নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছিল ১৫৩টি, ২০১৫-তে ১৫২টি। গত বছর সংখ্যাটা ছিল ২২৮।
গত মাসেই ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল এ কে ভট্ট হটলাইনে পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল সাহির সামসাদকে বলেন, রাওয়ালপিন্ডির পাক সেনাবাহিনীর সদর দফতরের সঙ্গে নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন তাদের বাহিনীর মধ্যে যোগাযোগ নেই বলে মনে হচ্ছে। একদিকে ওদের সদর দফতর শান্তি চায় বলে জানাচ্ছে কিন্তু নিয়ন্ত্রণ রেখায় ওদের জওয়ানরা বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতে ব্যাপক গোলাগুলি চালাচ্ছে।
লেফটেন্যান্ট জেনারেল ভট্ট পাকিস্তানকে জানিয়ে দেন, ভারতীয় সেনাবাহিনী সীমান্তে শান্তি, স্থিতাবস্থা রক্ষায় চেষ্টা চালিয়ে যাবে, তবে পাকিস্তানের দিক থেকে যে কোনো আগ্রাসী, প্ররোচনামূলক আচরণের কড়া জবাব দেওয়া, পাল্টা আঘাত করার পূর্ণ অধিকার তার আছে। সূত্র : এনডিটিভি