একবার অঙ্গুলিমাল নামে এক ডাকাত বুদ্ধকে জীবননাশের হুমকি দিল। বুদ্ধ তখন তাকে বলল, “ মারার আগে আমার শেষ ইচ্ছা পূরণ কর, ঐ গাছের ডালটা কেটে ফেল।” বলা মাত্র ডাকাত তরবারির কোপে গাছের ডাল কেটে ফেলল। “এবারে কী”, ডাকাত জানতে চাইল। বুদ্ধ তাকে ডালটা আবার জোড়া দিতে বলল। ডাকাত অট্টহাসি দিয়ে বলল, “ তুমি একটা পাগল,এটা কী কেউ করতে পারে।” বুদ্ধ তখন বলল, “ আমি না, আসলে তুমিই পাগল। তুমি নিজেকে শক্তিশালী ভাবছ কারণ তুমি মানুষের ধ্বংস এবং মৃত্যু ডেকে আনতে পারো। ওটা তো শিশুদের কাজ। আসল শক্তিশালী হলো যে সৃষ্টি এবং নিরাময় করতে পারে।”