
আসামে নাগরিকত্ব যাচাই করা ঠিক নয় এটি অন্যায় : ওয়ালিউর রহমান
গাজী খায়রুল আলম : আমাদের দেশ থেকে কোনো বাঙালি ভারত গেছে, সেখানে অবৈধভাবে বসবাস করছে, এটি বলা অত্যন্ত অন্যায় বলে আমি মনে করি। এই কথাটি শুধু আমরা বলছি না, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও বলেছেন। আসামে নাগরিকত্ব যাছাই করা ঠিক নয়। এটি অন্যায়। দৈনিক আমাদের অর্থনীতির সাথে আলাপকালে সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে কোনো বাঙালি অবৈধভাবে আসামে যায়নি। যারা আসামে আছে, তারা সে দেশের নাগরিক। বহুবছর ধরে তারা সে দেশে আছে। তাদের ভোটার আইডি আছে, সেখানে তারা ভোট দিচ্ছে। ভারত থেকে অনেক সময় বাংলাদেশে লোক আসে। তারা বৈধ পন্থায় এখানে কাজ করছে, ব্যবসা বাণিজ্য করছে। তিনি বলেন, ভারত আমাদের বন্ধুরাষ্ট্র হিসেবে ব্যবসা করার সুযোগ সরকার দিচ্ছে। বিজেপি একবার বলেছিল, পশ্চিমবঙ্গ থেকে বাঙালি-অবাঙালি অবৈধভাবে যারা আছে, তাদের বের করে দেওয়া হবে। তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন, খবরদার! আমাদের একটি লোকের দিকেও তোমরা নজর দিবে না। তারা সবাই বৈধ বাঙালি।
তিনি বলেন, এখন আসামের মুখ্যমন্ত্রীও এটি নিয়ে বিবেচনা করবেন। এমন অন্যায় করার আগে অবশ্যই ভালোভাবে ভেবে দেখবেন। আমাদের ক্ষেত্রে যেটি হবে, সেটি হচ্ছে, এখানে সবাইকে ওয়েল কাম। যারা এই দেশে আসবে, তাদের জন্য আমরা পথ খোলা রাখব। তবে আসামের নাগরিকদের প্রতি যেন অবিচার না হয়, সেটি আমরা দেখব। কোনো অন্যায় হলে এর প্রতিবাদ করব। সবচেয়ে বড় বিষয়, ভারতের কেন্দ্রিয় সরকার এই বিষয়টি নিয়ে ভালোভাবে ভাববেন। এবিষয়ে যেন কোনো অন্যায় ও অবিচার না হয়, সেটি কেন্দ্রেীয় সরকার খেয়াল রাখবেন। তবে আমরা আসাম সরকারকে বলেছি, তাদের প্রতি আমাদের কিছু বলার নেই। তবে ভারতের কেন্দ্রীয় সরকার যদি দিল্লি থেকে কোনো ধরনের প্রতিবেদন দেয়, তাহলে আমরা রাষ্ট্রীয়ভাবে এবং কূটনৈতিকভাবে এর প্রতি উত্তর দিব।
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ
